কথা ও সুর : রুহুল আমিন
শিল্পী : আকসা ও শাবাব
আপু আমায় তুমি বলে দাও না
কি করে প্রভুর পাবো ঠিকানা
ছোট্ট মন যে কেন মানে না
আল্লাহর প্রেম ছাড়া কিছু বোঝে না
আল্লাহকে ভয়, তাকে কাছে পাওয়া
এই যেন হয় শুধু তোমার চাওয়া
তাকওয়ার অর্জন বাতিলের বর্জন
থাকতে হবে তোমার জানা
আপু আমায় তুমি বলে দাও না
কি করে প্রভুর পাবো ঠিকানা
অনাহারির মুখে দাও না খাবার
অভাবির তরে খোলো মনের দুয়ার
ওমরের মতো হবে ন্যায় পরায়ন
করবে সু-পথের জ্ঞান সাধনা
আপু আমায় তুমি বলে দাও না
কি করে প্রভুর পাবো ঠিকানা
সিজদাতে নত হয়ে কাদো বারেবার
কোরানের বাণী তুলো মুখে তোমার
রাসূলের পথে চলো তার মতে
পাবেই মালিক রব্বানা
আপু আমায় তুমি বলে দাও না
কি করে প্রভুর পাবো ঠিকানা
কালিমার নামাজ আর রোজা বিনা
পাবেনা প্রভুর কোনই পানাহ
হজ্ব যাকাত আরাধনা
করেই প্রভুর পাবে ঠিকানা
ও আপু এখন হলো যে জানা
কি করে প্রভুর পাবো ঠিকানা
