শিল্পী: মাসুদ কায়ছার
কথা ও সুর: শাহিন আলম
তুমি আছো প্রভু জীবনে আমার
তুমি আছো প্রভু মরণে আমার
তুমি রব তুমি সব
তুমিতো মালিক প্রভু
তুমি তো মহান
জীবনে চলার পথে
ভুল দিকে ভুল মতে
করেছি অনেক পাপ
ও ও ও ও ও
করেছি অনেক পাপ
চাইছি তোমার কাছে
এই দুটি হাত পেতে
করো তুমি আমাকে মাফ
ও ও ও ও ও
করো তুমি আমাকে মাফ
তুমি রব তুমি সব
তুমি মালিক প্রভু তুমি রহমান
সবই দেখো সবই শুনো
এ মনে কি আছে জানো
ভালো মন্দ সবই আমার
ও ও ও ও ও ও
ভালো মন্দ সবই আমার
পুনরুথ্থানে প্রভু
কি হবে জানিনা কভু
করোনা গো আমায় বিচার
হো হো হো হো হো
করোনা গো আমায় বিচার
আমি যে নগ্ন অতি সামান্য
আমি পাপী তুমি মহীয়ান
তুমি রব তুমি সব
তুমিতো মালিক প্রভু
তুমি তো মহান