ফুল কেন ফোটে

কথা : গোলাম মোহাম্মদ
সুর : সাফা বিনতে বাশার

ফুল কেন ফোটে
পাখি কেন গায়
নদী কেন ছোটে
দূর সীমানায় \

পাতা কেন দোলে
মন কেন ভোলে
কেন এত রঙ
দূর নীলিমায় \

কেন এত রঙ, কেন এত ছবি
কে এঁকেছে কে, কোন সে কবি।

তারাদের আলো
কেন লাগে ভালো
চাঁদ কেন হাসে
মমতা ছড়ায় \

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top