কথা : আসাদ বিন হাফিজ
সুর : আব্দুল্লাহ আল মাসুদ
শিল্পী : জাইমা নূর
বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ
তব নামে কাজ শুরু করি আল্লাহ \
হোক না সে কাজ যত ছোটো আর বড়ো
আল্লার নাম নিয়ে কাজ শুরু করো
কাজে-কামে বরকত দিবেন আল্লাহ \
ঘুম থেকে উঠে যখন করবে অজু
আল্লাহর নামে মন করবে রুজু
পড়তে কুরআন বলো বিসমিল্লাহ \
তারপর পড়া শুরু করবে যখন
আল্লাহর নাম নিয়ে পড়বে তখন
খাওয়া শুরুর আগে বলো বিসমিল্লাহ \
স্কুলে যেতে বলো বিসমিল্লাহ
খেলা শুরু করো বলে বিসমিল্লাহ
সারাদিন সব কাজে বিসমিল্লাহ \
