কথা ও সুর : রায়হান সিদ্দীকি
শিল্পী : হ্যাভেন টিউন নাশিদ ব্যান্ড
কার নামেতে পাখ-পাখালি
গাহে মধুর গান
কার প্রেমেতে ঝর্ণা ঝরে
নদী বহমান
সে যে আর কেহ নয়
মোদের প্রভু আল্লাহ মহান
গ্রহ তারা রবি আকাশ জমিন
সবি তার-ই দান \
কার হুকুমে দূর নীলিমায়
হাসে ঐ চাঁদ
কার হুকুমে আঁধার কেটে
আসে প্রভাত।
কার ইশারায় মেঘমালা
বৃষ্টি ঝরায়
কার দেয়া প্রকৃতি দেখে
মনটা জুড়ায়।
কার নামেতে বন-বাগানে
ফোটে নানা ফুল
কার নামেতে সাগর-নদী
ঢেউয়ে ঢেউয়ে দুল।
