কথা : এমডি শফিকুল ইসলাম
সুর : রুহুল আমিন
শিল্পী : আকসা বিনতে আনাস
সাহরী খাবো, রোজা রাখবো
কবুল করো আল্লাহ
রমাদান ইয়া রমাদান
তুমি এলে তাই ভরে গেল
মুমিনের খুশি খুশি প্রাণ
শাহরু রমাদানাল্লাজী
উনজিলা ফিহিল কুরআন
তুমি এলে যেন বছর ঘুরে
মুমিন এর জাগাতে ঈমান
তুমি এলে তাই ভোলাতে মোদের
ধনী-গরিবের ব্যবধান
রমাদান ইয়া রমাদান
রহমত বরকত দিলে তুমি
দিলে মাগফেরাতেরই দান
তোমাকে নিয়ে তাই লিখে সবাই
শতশত গুণোগান
রমাদান ইয়া রমাদান
শাহরু রমাদান
তোমাতে রয়েছে ত্যাগের বাণী
ন্যায় পথের সন্ধান
বিশ্ব জাহানে দিলে তুমি
আল কুরআনের আহবান
রমাদান ইয়া রমাদান
