কথা ও সুর : তাফাজ্জল হোসাইন খান
শিল্পী : কিড্স ক্রিয়েশন
আজ আনন্দ প্রতি প্রাণে প্রাণে
দুলছে খুশি নদী প্লাবনে
ঘরে ঘরে জনে জনে
আজ মুখর হব মোরা গানে গানে
ঈদ মোবারক ঈদ মোবারক আজ
বল ঈদ মোবারক আজ
হাসি খুশি রাশি রাশি
আজ দুঃখ নিয়েছে বিদায়
সব ব্যথা ভুলে গিয়ে
বুকেতে বুক মিলায়
জাগলো সাড়া যেন ঘুমের পাড়া
জান্নাতি কলতানে
ওগো প্রভু শোন তুমি
আজ তুলেছি কচি হাত
ক্ষমা করো ভুল যত
কবুল করো মোনাজাত
নিত্য দিনই দিও ঈদের খুশি
ব্যথার মরু বিয়াবানে
