কথা ও সুর : আবু তাহের শাকিল
শিল্পী : আকসা বিনতে আনাস
চেহারা ও রূপে যদি সুন্দর হও
মনটা ভালো না হলে সুন্দর নও
ফুলের মতো সৌরভ বিলিয়ে
সবার সাথে হেসে হেসে কথা কও
তোমার মুখে মিথ্যে কথা আসে যদি
হৃদয় জুড়ে বয় শুধু পাপের নদী
ফাহেসা কথা না বলে চুপচাপ সদা রও
মিথ্যা ছেড়ে সর্বদা সত্য কথা কও
ঝগড়া গীবত করে যদি নষ্ট করো মুখ
দুঃখে ভরবে জীবন শেষ হবে সব সুখ
কারো সাথে রাগ না করে ধৈর্য ধরে রও
কর্কস ভাষা ছেড়ে মিষ্টি করে কথা কও
