কথা : কবির আল মামুন
সুর : এস এম মঈন
শিল্পী : শাবাব বিন আনাস
তোমার কষ্টগুলো সাজিয়ে দেব
সুখে পরিপাটি
আমি হলাম সকল কাজে
তোমার হাতের লাঠি \
ফজর বাদে বসে যখন
করবে তেলাওয়াত
তোমার পাশে চুপটি বসে
করবো মোনাজাত
খুব সকালে খাবার এনে
মুখে তুলে দেব
তোমার যত আদর সোহাগ
সব কুড়িয়ে নেব
শিশির ভেজা সবুজ ঘাসে
যাব দুজন হাটি
যখন তুমি বিকেল বেলা
বাহিরেতে যাবে
ছায়ার মত আমায় তুমি
সঙ্গী সদা পাবে
অসুখ হলে সেবা করে
করবো তোমায় ভালো
সকল কাজে পাশে থেকে
ছড়িয়ে দেব আলো
বিনিময়ে চাইবো দোয়া
ভালোবাসার বাটি
