দেখা হলে সালাম করো

কথা : বিলাল হোসাইন নুরী
সুর : আল মিযান
শিল্পী : সাইরা মেহজাবীন

দেখা হলেই সালাম করো
সালাম হলো ভালো থাকার দোয়া
প্রথমে যে সালাম করে
হৃদয়টা তার জোছনা দিয়ে ধোয়া

আসসালাম-আসসালাম
আসসালামু আলাইকুম-আসসালাম \

কাউকে যদি সত্যি সালাম করো
দূরের মানুষ কাছের হবে
আপন হবে পরও
ভালোবাসার রঙ মেখে ভাই
পাবে তুমি ফেরদাউসের ছোঁয়া \

সালাম পাবে ছোটো-বড়ো সবে
মা-বাবাকেও সালাম দিতে হবে।

কাউকে তুমি চেনো বা না চেনো
সে-ও তোমার সালাম পাবে
ভুল করো না যেন!
মনটা তখন উদার হবে
থাকবে না আর অহংকারের ধোঁয়া \

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top