কথা : হোসাইন নূর
সুর : মাহমুদ ফয়সাল
শিল্পী : গাজী আনাস রাওশান ও
হ্যাভেন টিউন নাশিদ ব্যান্ড
ঈদ এলো রে প্রাণ খোল রে
গান গাও আজ হাসির
মুমিন মুসলমান কাঁধ মিলিয়ে
বাঁধ ভেঙে দাও খুশির
বলো সবে ঈদ মোবারক
ঈদ মোবারক
রবের হুকুম করতে পালন
কুরবানীতে আজ
ত্যাগ মহিমায় উঠলো হেসে
মুমিন হৃদয়ের ভাজ
ছোট্ট মনি মায়ার ক্ষণি
করছে কোলাকুলি
মুখে যে তার ফুটছে দেখো
আধো আধো বুলি
পাপ ভুলে যাও মন খুলে গাও
ভালোবাসার গান
আর কতকাল বুকের মাঝে
পুষবে অভিমান
আশেপাশে গ্রাম-পাড়াতে
দুঃখ যাদের খুব
তাদের সাথে খুশ বিলিয়ে
আনন্দে দাও ডুব
