ফুলের মত সুরভিত

কথা : আব্দুল কাদির হাওলাদার
সুর : রুহুল আমিন
শিল্পী : আকসা বিনতে আনাস

ফুলের মত সুরভিত
করে দিও আমার জীবন
তাপসী রাবেয়ার মত করো
আমার প্রাণ ও মন \

ও রব,
তোমার পথের করো পথিক
চালাও সে পথে যে পথ সঠিক
তোমার কাছে চাই হেদায়াত
ভুলে না যাই কভু আখেরাত
দিও শহীদি মরণ \

ও রব,
আকাশের মত বিশালতা
সাগর সম জ্ঞান গভীরতা
অন্তর্যামী তুমি ওগো দয়াময়
রহমে ভরিয়ে দাও আমাকে সদা
সুখে রেখো মা-বাবা দুটি ভাইবোন \

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top