কথা : ইয়াকুব আল হাসান
সুর : আরেফীন সাঈদ
শিল্পী : আকসা বিনতে আনাস
বিকেল হলে খেলাধুলা
নেই অজুহাত অবহেলা
গাঁয়ে যারা আছে ওরা
মুক্ত ও স্বাধীন।
আমরা কেন বদ্ধ ঘরে
দাও খোলা মাঠ একটি করে
মেধাবিকাশ সুস্থ দেহ
হচ্ছে যে বিলীন
খেলবো প্রতিদিন (মোরা)
খেলবো প্রতিদিন
আমরাও চাই কাটবো সাঁতার
পুকুর নদীর জলে
উঠবো মেতে নানান খেলায়
মিলবো দলে দলে।
অলস জীবন হচ্ছে গঠন
সব কাজই কঠিন
স্কুলেতে নেই বড় মাঠ
শুধুই লেখাপড়া
ভাল্লাগেনা পড়তে শুধু
শিখতে কোনো ছড়া।
আমরাও চাই ঘুরে বেড়াই
যাই ছুটে যাই দূরে
প্রজাপতির মতো করে
মুক্তাকাশে উড়ে।
চাই না এমন বদ্ধ জীবন
হোক যতই রঙিন
