লাল ফড়িং বলে প্রজাপতিকে

কথা ও সুর :
আমিরুল মোমেনীন মানিক
শিল্পী : সাইরা মেহজাবীন

লাল ফড়িং বলে প্রজাপতিকে
সৃষ্টি কে করেছে তোমায়
প্রজাপতি হেসে বলে তোমার প্রভু যিনি
বানিয়েছেন আমায় \

আকাশের রঙধনু বৃষ্টিকে বলে
জানো কি প্রভুর নাম
বৃষ্টি পেখম মেলে মৃদু হেসে বলে
হৃদয়ে খোদার কালাম
ফুল পাখি তরুলতা সবাই বাঁচে
আল্লাহর ¯েœহের ছায়ায় \

জিরাফ প্রশ্ন করে কাকাতুয়াকে
শ্রেষ্ঠ নবীর কী নাম
কাকাতুয়া পাঠ করে দরুদ শরিফ
রাসূলকে জানায় সালাম
ফড়িং প্রজাপতি কিংবা আকাশ
প্রভুর রহমত চায় \

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top