কথা : নাইম আল হাফিজ
সুর : এস এম মনিরুল ইসলাম
শিল্পী : হুমায়রা আফরিন ইরা
তুমি না থাকলে এতটা আপন
বন্ধু কোথায় পেতাম?
অবহেলা আর অনাদর পেয়ে
অমানুষ হয়ে যেতাম।
তুমি না থাকলে আদর পেতে
ডাকতাম আমি কাকে?
মাগো,
আল্লাহ তোমায় দিলো আমাকে
শিখালে তুমি আলিফ বা তা,
চিনালে ধর্ম জাতি,
সকালে তুমি মাদ্রাসা মাগো,
বিকেলে খেলার সাথী।।
তুমি না হলে আমার জীবন
আঁধারেই যেতো থেকে
বুঝালে তুমি অ আ ই
বাংলা ভাষার শান,
কখনো তুমি বাহান্ন মাগো
একাত্তরের গান।।
তুমি না বললে যুদ্ধের কথা
জানতাম কোথা হতে
জানালে তুমি এ বি সি
সকল দেশের ভাষা,
তুমিই আমার বিশ্ব মাগো
সমুখে যাবার আশা।।
তুমি না চিনালে কেমন করে
যেতাম বিশ্ব বুকে
শুনালে তুমি কোরানের বাণী
হাদিসের কতো কথা,
তুমি যে আমার শিক্ষিকা মাগো
তুমি যে কলম খাতা
তুমি না শিখালে আমার ঈমান
পড়তো প্রশ্ন মুখে
দেখালে তুমি সত্যের পথ
কহিলে মিথ্যা ক্ষতি,
তুমি আমার বড় পীর মাগো
আঁধারে আলোর বাতি
তুমি না থাকলে কষ্টই হতো
আল্লার পথ পেতে
