কথা ও সুর : এস এম মঈন
শিল্পী : আকসা বিনতে আনাস
শোন মা বোনেরা
বেপরোয়া চলোনা
মনের গলদ কর দুর
ঈমানের সাথে থাক
কুরআনকে বুকে রাখ
হবে তুমি এই মাটির হুর
তবে তুমি প্রিয় হবে
আল্লাহকে সাথে পাবে
ছড়াবে জান্নাতি নুর
কেন তুমি ছলনার মুখোশ পড়ে আজ
কুলশিত করবে সমাজ
কাগজে তোমার ছবি ঘৃণীত কেন হবে
তুমি হবে সমাজের তাজ
ফিরে এসো ফিরে দেখো
ডাকছে কুরআন তোমাকে
পারি দিতে হবে বহুদুর
তুমি হবে আদর্শ মা আয়েশার মতো
সবাই দেবে সম্মান
কেন তুমি জাহান্নামের আগুন জ্বালাবে
তুমিতো খোদার প্রিয় দান
ফিরে এসো ফিরে এসো
জান্নাত ডাকছে তোমাকে
সেখানেই পাবে তোমার সুর
