কথা : আব্দুল্লাহ তুহিন
সুর : মনিরুল ইসলাম লাবিব
শিল্পী : হ্যাভেন টিউন কিড্স
ও জোনাকি বলবে নাকি
কে দিয়েছে আলো
কার ইশারায় আঁধার পাড়ায়
আলোর প্রদীপ জ্বালো?
ও ঝিঁ ঝিঁ তোর মিষ্টি গলে
কে দিয়েছে গান
কার নামে তুই ডাকিস ঝিঁ ঝিঁ
করিস কলতাল
তুই কি ঝিঁ ঝিঁ সুরের মাঝে
বাসিস তারে ভালো?
ও ভোরের পাখি জাগাও আঁখি
মিষ্টি সুরে গান
উড়ে উড়ে যাও সুদূরে
মন করে আনচান
ও পাখি কওনা দেখি কার নামে গাও
কার নামে সুর তোল?
