কথা ও সুর : রুহুল আমিন
শিল্পী : আকসা বিনতে আনাস
তোমার পথের পথিক হয়ে
ফুল ফোটাতে চাই
সে ফুলের গন্ধে সারা ধরণী
সুবাসিত যেনো হয়
আমাকে দাও প্রভু সেই তাওফিক
আর চাওয়ার কিছু নাই
মন থেকে মুছে দাও কালিময় ছাপ
হাত তুলে কেঁদে কেঁদে করি অনুতাপ
সুভাসিত করো মন পবিত্রতায়
আর চাওয়ার কিছু নাই
দ্বীন কায়েমের তরে নিবেদিত প্রাণ
চারিদিকে বাজবে সাম্যের গান
সপ্ন দেখে হৃদয়
আর চাওয়ার কিছু নাই
হৃদয়ের জালা তুমি দুর করো সব
কাছে টেনে নাও তুমি প্রেমময় রব
জীবনের প্রতি পদে তোমাকে চাই
আর চাওয়ার কিছু নাই
কথা ও সুর : রুহুল আমিন
শিল্পী : আকসা বিনতে আনাস
ফুল ফোটাতে চাই
তোমার পথের পথিক হয়ে
ফুল ফোটাতে চাই
সে ফুলের গন্ধে সারা ধরণী
সুবাসিত যেনো হয়
আমাকে দাও প্রভু সেই তাওফিক
আর চাওয়ার কিছু নাই
মন থেকে মুছে দাও কালিময় ছাপ
হাত তুলে কেঁদে কেঁদে করি অনুতাপ
সুভাসিত করো মন পবিত্রতায়
আর চাওয়ার কিছু নাই
দ্বীন কায়েমের তরে নিবেদিত প্রাণ
চারিদিকে বাজবে সাম্যের গান
সপ্ন দেখে হৃদয়
আর চাওয়ার কিছু নাই
হৃদয়ের জালা তুমি দুর করো সব
কাছে টেনে নাও তুমি প্রেমময় রব
জীবনের প্রতি পদে তোমাকে চাই
আর চাওয়ার কিছু নাই
