কথা : মাহফুজ আহমেদ
সুর : এস এম মঈন
শিল্পী : আকসা বিনতে আনাস
ঢিলে ঢালা পোষাক পরো
নিজেকে রাখো ঢেকে
খোলা মেলা চলতে নিষেধ
আছে কোরান পাকে,
পর্দা ছাড়া থাকবেনা আর,
এটাই করো পণ
পর্দা করো মা পর্দা করো বোন \
নামাজ রোজা যেমন ফরজ
পর্দাও তেমনি,
পর্দা ছাড়া চলা হারাম
আল কোরানের বানী,
চলার পথে অবনত রেখো দুই নয়ন,
পর্দা মানে আড়াল রাখা
পুরুষ নজর থেকে
পর্দা মানে জান্নাতি হও
পাপ অভিশাপ রেখে,
বেপর্দাতে চলো না গো
দৃঢ় করো মন,
