কথা : মতিউর রহমান মল্লিক
সুর : জাফর সাদেক
শিল্পী : আদিয়াত হোসাইন আবিদ
পরের জন্যে করলে কিছু
নিজের জন্যে করা হয়
আল্লাহ তায়ালার তরফ থেকে
যায় পাওয়া তার বিনিময় \
গরীব দুঃখীর মায়ায় যদি
কাঁদে তোমার মন
তোমার জন্যে অন্যেরও মন
কাঁদবে রে তখন
তুমি হৃদয়হীন হলে যে
পাবে না অন্য হৃদয় \
আরেকজনের শোকের তাপে
সঙ্গী হলে ঠিক
তোমার শোকের সঙ্গী পাবে
এটাই স্বাভাবিক
তুমি সদয় হলে পাবে
অপর কেউ যে সদয় \
অন্য কারো জন্য তুমি
করলে মোনাজাত
তা অবিকল তোমার তরে
তোমার তোলা হাত
পরের জন্য যা বিলাও তা
সব তোমারিই রয় \
