কথা ও সুর : আবু তাহের শাকিল
শিল্পী : শাবাব বিন আনাস
তোমার পাশে সময় কাটে আনন্দে
বাবা, তোমার পাশে সময় কাটে আনন্দে
দিনটা আমার শেষ হয়ে যায়,
কত যে সাচ্ছন্দে
স্বপ্ন পায়রা ডানা মেলে
নীল আকাশে উড়ে
তোমার পাশে থাকলে বাবা
মন থাকে ফুরফুরে
দিনটা আমার শেষ হয়ে যায়
কত ছন্দে ছন্দে
তোমার সাথে ঘুরবো বাবা
সবুজ শ্যামল বনে
পাখির সাথে সুর মিলাবো
কত স্বপ্ন মনে
মুগ্ধ হয়ে যাবো বাবা
লাল গোলাপের গন্ধে
