কথা : রাকিবুল ইসলাম
সুর : রুহুল আমিন
শিল্পী : আকসা বিনতে আনাস
ও শাবাব বিন আনাস
ভাইয়ের মতো ভাই যে আমার
খুব আদরের ভাই
আপু তুমি দামি রতন
তুলনা যে নাই
তপ্ত রোদে ভাইয়া আমার
শীতল বটের ছায়া
কে দিয়েছে জানি না তার
বুকে এতো মায়া
দুখের দিনে দুঃখের ভাগি
একজনারেই পাই
আদরিনী বোন সে আমার
তার তুলনা নাই
তোমার সাথে সব তুলনা
নিমেষেই এক ধুল
ভাইয়া তুমি চাদের আলো
শত তারার ফুল
আপু আমার খেলার সাথী,
রাগ-অভিমান
আপু আমার দেহের মাঝে
লুকায়িত প্রাণ
এভাবে মিলে মিশে থাকতে
সদা চাই
আপু তুমি দামি রতন
তার তুলনা নাই
