মিষ্টি হাসি

মিষ্টি হাসি
কথা ও সুর : নাবিল আদনান

মিষ্টি এক হাসি দিয়ে
সুদুর ঐ আকাশ বেয়ে
সাওয়ালের চাঁদ আসলো কায়ায়
রোজারও দিন পেরিয়ে
আনন্দে মন মাতিয়ে
ঈদ ঈদ ঈদ আমেজ নামলো যে ধরায়।
বছর শেষে উৎসবেরা ভাসছে হাওয়ায়।

ঈদ মোবারক ঈদ মোবারক
বলো যে সবাই।

ছোট বড় ধনী গরীব
মিলবে সবে রইবেনা ভিদ
ভালোবাসা বিলাবে সবার মাঝে
রইবেনা আর কোনো জিদ
ঢেকে যাবে দুখ যাতনা রহমতের ছায়ায়।

চলো চলো খুজি দেখি
কষ্টে যাদের ভেজে আঁখি
সহায়তার হাত বাড়িয়ে,
হাসিল করি অনেক নেকি।

ঈদের খুশি ভাগাভাগি
করে গেলে তুমি ত্যাগী
উপহার দিবেন প্রভু খোদ তোমাকে।
সৎ কাজে হও অনুরাগী
দুর করে অহমিকা ভাসাও মমতায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top